অভিষেকেই চমকে দিলো উত্তরা স্পোর্টিং ক্লাব
ফতুল্লায় টসে হেরে ব্যাট করতে নামা উত্তরা ৪ উইকেটে ২৪৯ রানের সমৃদ্ধ সঞ্চয় গড়ে। শুরুর তিন ব্যাটসম্যানের কাছ থেকেই আসে রানের সিংহভাগ। ওপেনার তানজিদ ইসলাম ৭৫ বলে ৬৪, অপর ওপেনার আনিসুল ইসলাম ইমন ৭৫ বলে ৪৭ রানের চমৎকার ইনিংস খেলেন। ওপেনিং জুটিতেই উত্তরা তোলে ২৪.২ ওভারে ১১৩ রান। এত চমৎকার শুরুকে ভালভাবে কাজে লাগান ওয়ান ডাউনে নামা সজীব হোসেন। ৮৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষের দিকে মিনহাজ ৩৪ বলে জমা করেন ৩৮ রান।